ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

বিএনপি

‘ওয়ান ডে ডেমোক্রেসি’তে বিশ্বাসী নয় বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মে ১০, ২০১৭
‘ওয়ান ডে ডেমোক্রেসি’তে বিশ্বাসী নয় বিএনপি বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি- দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: বিএনপি ‘ওয়ান ডে ডেমোক্রেসি’তে বিশ্বাসী নয় বলে জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (১০ মে) বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠ‍ার প্রত্যয়ে দলের পরিকল্পনা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়।

এতে ‘ভিশন-২০৩০’ ন‍ামে বিশেষ পরিকল্পনা তুলে ধরেন বিএনপি প্রধান।

তিনি বলেন, জনগণের ক্ষমতাকে কেবল নির্বাচনের দিন বা ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না বিএনপি।   নিত্যদিনের জন-আক‍াঙ্ক্ষাকে মর্যাদা দিয়ে তাদের সম্পৃক্ত করেই রাষ্ট্র পরিচালনা করতে চাই।

‘কর্তৃত্ববাদী শাসন’ এবং ‘গণতন্ত্রের চাইতে উন্নয়ন শ্রেয়’ এ অযুহাতে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি প্রধান।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
এএম/এসআরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।