ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

শের-ই-বাংলা নগর থানা মহিলা দলের কমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মে ১৩, ২০১৭
শের-ই-বাংলা নগর থানা মহিলা দলের কমিটি ঘোষণা

ঢাকা: জাহানারা আমান রুনুকে সভাপতি ও হাসিনা মমতাজ জান্নাত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে শের-ই-বাংলানগর থানা মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ মে) রাতে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সুপারিশে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা উত্তর’র সভাপতি পেয়ারা মোস্তফা এবং সাধারণ সম্পাদক আমিনা খাতুন এ কমিটি অনুমোদন দেন।
 
৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আনোয়ারা পারভীন, সহ-সভাপতি সবজান বেগম, শীলা আক্তার, মুকুল আক্তার, মনি বেগম, মিনু আক্তার, সহ-সাধারণ সম্পাদক লতিফা শারমিন, সালমা আক্তার, পিয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার চিনু, সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদা বেগম, কোষাধ্যক্ষ সূবর্ণা কাশেম, দপ্তর সম্পাদক শারমিন আক্তার, প্রচার সম্পাদক জাহানারা বেগম, রুমা আক্তার, মনিরা কাদের, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নিয়তি আফ্রিদা নিতি, আইন বিষয়ক সম্পাদক ইসমত আরা জেরিন, শিক্ষা বিষয়ক সম্পাদক নিপা চৌধুরী, ক্রীড়া সম্পাদক আসমা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক শেফালী বেগম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বিউটি আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক শাহনাজ, পরিবার ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাবিয়া খাতুন তমা, ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক আমেনা বেগম, তথ্য বিষয়ক সম্পাদক নাসিম আহমেদ ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন মাকসুদা আক্তার।


 
কার্যকরী সদস্যরা হলেন- বীথি, রাশিদা, জোসনা বেগম,স্বপ্না, শাহিনা মান্নান,রুমা, জহুরা, সাহারা বেগম, কোহিনুর, রুমা, রোজী আক্তার, হাজেরা লিপি, লিপি বেগম,নাজমা বেগম, হামিদা বেগম, নাছিমা বেগম, সেলিমা বেগম সেলি, রুমী, শাহিন সুলতানা, বাবলী, লায়লা, তানিয়া, সাথী, পারভীন, শামছুন নাহার বিনি, আখি বেগম, আমিনা বেগম, মুকুল বেগম ও সালেহা বেগম।
 
বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এজেড/এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।