ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

‘খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতে তল্লাশি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৯ ঘণ্টা, মে ২০, ২০১৭
‘খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতে তল্লাশি’ বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের সামনে রুহুল কবির রিজভী ছবি: দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, চেয়ারপার্স খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতে চায় সরকার। আর সে কারণে তাকে নানাভাবে হয়রাণি করা হচ্ছে।

শনিবার (২০ মে) সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে পুলিশের একটি তল্লাশি অভিযানের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন রুহুল কবির রিজভী।  

তিনি বলেন, নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার জন্য যখন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে তখন এ ধরনের কর্মকাণ্ড করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায় সরকার।

 

এদিকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক আগেই জানিয়েছিলেন, আদালতের একটি সার্চ ওয়ারেন্টের ভিত্তিতেই তারা এই অভিযান চালিয়েছেন।

বাংলাদেশ সময় ০৯৫৬ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।