ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

খাগড়াছড়িতে জেলা বিএনপির বিক্ষোভ-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, মে ২৫, ২০১৭
খাগড়াছড়িতে জেলা বিএনপির বিক্ষোভ-সমাবেশ খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে পুলিশি বাধার মুখে বিক্ষোভ-মিছিল করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কলাবাগান এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ভাঙাব্রিজ এলাকায় পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে।

পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু। এসময় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ায় তীব্র নিন্দা জানিয়ে সমাবেশে বক্তারা, সরকারের প্রতি গণতান্ত্রিত পরিবেশ সৃষ্ঠির আহ্বান জানান।

এর আগে গত শনিবার (২০ মে) বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে সমাবেশের ডাক দেন দলটি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মে ২৫, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।