ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

না’গঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, মে ২৫, ২০১৭
না’গঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানববন্ধন

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানে রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে জেলা আদালতপাড়ায় আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন হয়।

এ সময় বিএনপিকে ঢাকা সোহরাওয়র্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশ করার অনুমতি দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন নেতারা।

মানববন্ধনে অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- অ্যাডভোকেট জাকির হোসেন, রফিক আহমেদ, খোরশেদ আলম মোল্লা, জিল্লুর রহমান মুকুল, আনিসুর রহমান মোল্লা, আল আমিন সিদ্দিকি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট রাকিবুল ইসলাম শিমুল, বেনজির আহমেদ, আহসান হাবিব শাহীন, মিয়া মো. সুমন, আব্দুল গাফফার, আবুল বাশার, আজিজ আল মামুন, মাসুদা বেগম শম্পা, আবুল কালাম আজাস, জাকির, নুরে আলম মাসুম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ২৫, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।