ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

শেকৃবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মে ২৫, ২০১৭
শেকৃবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ৬৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্প্রতিবার (২৫ মে) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুন্তাকিম-উদ-দৌলা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে ১৪ জন, যুগ্ম-সম্পাদক হিসেবে ১৫, সদস্য হিসেবে ৩ ও অন্যান্য পদ মিলিয়ে ৬৩ জন সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়েছে।

এদিকে, কমিটি পূর্ণাঙ্গ করা হলেও তা প্রকাশ করেনি শাখা ছাত্রদল। প্রকাশ না করার কারণ জানতে চাইলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, সময় সুযোগ বুঝে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের পদ ধারী এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়া অনেক নেতা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকেন। তাদের সুবিধার জন্যই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়নি।

গত বছর ৬ ফেব্রুয়ারি শফিকুর রহমান নবেলকে সভাপতি এবং মুন্তাকিম-উদ-দৌলাকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদল।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মে ২৫, ২০১৭
জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।