ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মে ২৫, ২০১৭
ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহ: বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে দক্ষিণ জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, শহর বিএনপির সভাপতি একেএম অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল হক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর মিজানুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, হেলাল আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম, লিটন আকন্দ, কোষাদক্ষ রতন আকন্দ, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এমএ হান্নান খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না ও বিএনপি নেতা নজরুল ইসলাম ভূইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ২৫, ২৯১৭
এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।