ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

কয়রা উপজেলা ভাইস চেয়াম্যান গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মে ৩১, ২০১৭
কয়রা উপজেলা ভাইস চেয়াম্যান গ্রেফতার

খুলনা: খুলনার কয়রা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার নিজ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, ১৯ এপ্রিল উপজেলার মহেশ্বরীপুর গ্রামে তার পারিবারিক জমি নিয়ে বিরোধে মারামারি সংগঠিত হয়।

ওই দিন তার চাচাত ভাই শেখ আতিউর রহমান বাদী হয়ে কয়রা থানায় মামলা করেন। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।