ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

সাড়ে ৭ ঘণ্টা পর বিশ্রামে গেলেন মওদুদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুন ৭, ২০১৭
সাড়ে ৭ ঘণ্টা পর বিশ্রামে গেলেন মওদুদ সাড়ে ৭ ঘণ্টা পর বিশ্রামে গেলেন মওদুদ-ছবি: দীপু মালাকার

ঢাকা: দীর্ঘ সাড়ে সাত ঘণ্টা অবস্থানের পর বিশ্রামে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

গুলশান-২ নম্বরের ১৫৯ এর বাসা থেকে রাত সাড়ে ১০টার দিকে ল' রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিনের সঙ্গে একই গাড়িতে করে তার ৫১ নম্বর বাসায় যান।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ( এলডিপি) সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

এর আগে বিকেল ৩টার দিকে বাড়িটির সামনে এসে অবস্থান নেন ব্যারিস্টার মওদুদ আহমেদ।

এদিকে রাত সোয়া ১০টার দিকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ব্যারিস্টার মওদুদ আহমেদের সঙ্গে দেখা করেন। এর পর রাত ১০টা ৫৫ মিনিটে বিএনপি নেতা নজরুল ইসলাম খান মওদুদের সঙ্গে দেখা করতে আসেন। কিন্তু তাকে না পেয়ে চলে যান।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এমএফআই/এএটি/এমএইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।