বৃহস্পতিবার (৮ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা ফলকটি পরিদর্শনে যান এবং পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ভিসি ভবন থেকে শুরু হয়ে অবকাশ ভবন অতিক্রম করে কলা ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল গেট দিয়ে বের হয়ে জবি টিএসসি-তে এসে শেষ হয়।
এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, সরকার পালা বদলের ফলে আওয়মী লীগ সরকার আসায় জবির কোনো উন্নয়ন ঘটেনি। কিন্তু যিনি জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছেন, তার স্মৃতিফলক ভেঙে ফেলেছে।
তিনি আরও বলেন, আমরা এই বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ও ফলক প্রতিস্থাপন না করলে ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে জবি ছাত্রদল।
জবি ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল জলিল, খলিলুর রহমান খলিল, শফিকুল ইসলাম ইমন, এস এম আল-আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান মোস্তাফিজ, সহ-সাধারণ সম্পাদক মো. হেমায়েত উদ্দিন সহ প্রায় অর্ধশত নেতাকর্মী।
এ সময় নেতা-কর্মীরা ভিসি ও প্রক্টরের বিরুদ্ধে স্লোগান দেন। পরে ছাত্রদল ক্যাম্পাস থেকে বেরিয়ে গেলে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টরের সাথে দেখা করেন এবং বিশ্ববিদ্যালয়ে বেশকিছু অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ৮, ২০১৭
ডিআর/এমজেএফ