ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

পাহাড় ধসে হতাহতের ঘটনায় খালেদার শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
পাহাড় ধসে হতাহতের ঘটনায় খালেদার শোক

ঢাকা: দুই দিনের টানা বর্ষণে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে ও গাছ চাপায় হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (১৩ জুন) এক শোক বার্তায় খালেদা জিয়া নিহতদের শোকন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতের প্রয়োজনীয় চিকৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি এ তিন জেলায় স্থানীয় বিএনপি নেতা, কর্মী, সমর্থকেদের সাধ্যমতো দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

দুই দিনের টানা বর্ষণে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে এবং গাছ চাপায় এখন পযর্ন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৪জন সেনা সদস্য রয়েছেন। তারা মানিকছড়ি ক্যাম্পে কর্মরত ছিলেন।

সোমবার (১২ জুন) রাত থেকে মঙ্গলবার (১৩ জুন) ভোর পযর্ন্ত টানা বর্ষণে এ দুর্ঘটনা ঘটে। এখন পযর্ন্ত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
এজেড/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।