ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

রোববার ভূমিধস এলাকা দেখতে যাবে বিএনপির প্রতিনিধি দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
রোববার ভূমিধস এলাকা দেখতে যাবে বিএনপির প্রতিনিধি দল

ঢাকা: পার্বত্য চট্টগ্রামে ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল।

রোববার (১৮ জুন) সকাল ৭টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হবে। এতে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও।

প্রতিনিধি দলটি চট্টগ্রামে গিয়ে সেখান থেকে স্থানীয় নেতাদের নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে।  

পরিদর্শনকালে বিএনপির প্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন এবং সাধ্যমত ত্রাণ সহায়তা দেবেন।

শুক্রবার (১৬ জুন) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রতিনিধি দল যাওয়ার সিদ্ধান্তটি হয়। বিষয়টি বাংলানিউজকে জানান চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

গত ১৩ জুন রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে প্রবল বর্ষণের পর ব্যাপক ভূমিধস হয়। এতে দেড় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। এরইমধ্যে অবশ্য রাঙামাটিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৭
এজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।