ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। ছবি: আরিফ জাহান- বাংলানিউজ

বগুড়া: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

রোববার (১৮ জুন) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে করা হয়।
 
সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, ‘দেশের মানুষ পাহাড়ের নিচে চাপা পড়ে আছেন।

প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে স্বজনদের সঙ্গে দেখা করা নিয়ে ব্যস্ত রয়েছেন’।
 
তিনি বলেন, ‘বিএনপির নেতারা নিহত পাহাড়িদের সমবেদনা জানাতে রাঙামাটি যাচ্ছিলেন। পথে সরকার দলীয় সন্ত্রাসীরা গাড়ি বহরে হামলা চালায়। আওয়ামী লীগ দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দলটি পাহাড়ে চাপা পড়ে হতাহতদের পরিবারের পাশে দাঁড়ায়নি। কাউকে দাঁড়াতেও দেবে না। ’

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি আলী আজগর তালুকদার হেনা, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ মো. মেহেদী হাসান হিমু প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এমবিএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।