ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

দিনাজপুরে বিএনপির বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
দিনাজপুরে বিএনপির বিক্ষোভ-মিছিল দিনাজপুরে বিএনপির বিক্ষোভ-মিছিল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের‍ ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ-মিছিল করেছে জেলা বিএনপির নেতা-কর্মীরা।

রোববার (১৮ জুন) বিকেলে শহরের জেল রোডের জেলা বিএনপির কার্যালয়ে থেকে বিক্ষোভ-মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে সমাবেশ মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম মুন্না, ছাত্র নেতা মহিউদ্দিন আলম খান বকুল, সাবেক ভিপি মাসুম খান প্রমুখ।

এর আগে সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড়ধসে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের জন্য যাওয়ার সময় উপজেলার ইছাখালী বাজারে হামলার শিকার হয় বিএনপির প্রতিনিধি দল। এতে মির্জা ফখরুল ইসলাম, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চারজন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।