ঈদের দিন সোমবার (২৬ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
** ‘হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না’
১০টা থেকেই বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা আসতে থাকেন আয়োজনস্থলে।
এক পর্যায়ে মঞ্চের ওপরেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন কয়েকজন। কেউ কেউ বাধা টপকে গিয়ে খালেদা জিয়ার মঞ্চে উঠে পড়েন।
স্বয়ং খালেদা জিয়া ও দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এমন বিশৃঙ্খলাকে ভালোভাবে নেননি কেউই। শুভেচ্ছা বিনিময়ে আসা একজন কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ম্যাডাম স্টেজে থাকতেই যে অবস্থা হলো মঞ্চে, তাতেই প্রশ্নবিদ্ধ হচ্ছে সাংগঠনিক ব্যবস্থাপনা। কেউ কারও কথা শুনছেন না। যার যা ইচ্ছা তা-ই করছেন।
খালেদার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।
ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর খালেদা জিয়া চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যান।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
ইউএম/এইচএ/