ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

লক্ষ্মীপুরে ছাত্রদলের প্রতিবাদ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
লক্ষ্মীপুরে ছাত্রদলের প্রতিবাদ সভা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ হারুনের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে জেলা ছাত্রদল।

বুধবার (২৮ জুন) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সামছুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক প্রফেসর নিজাম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না, মো. শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সৈয়দ হোসাইন মাহমুদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মামুন প্রমুখ।

এ সময় বক্তারা লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ হারুনের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানায়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।