ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

নাশকতার মামলায় জয়নুল আবদিন ফারুক কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
নাশকতার মামলায় জয়নুল আবদিন ফারুক কারাগারে

ঢাকা: নাশকতার চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (০২ জুলাই) ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ফারুক। জামিনের শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুর নাহার ইয়াসমিন জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজধানীর পল্টন থানার ছয় মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন ফারুক। বিচারক দুই মামলায় জামিন মঞ্জুর করলেও চার মামলায় জামিনের আবেদন নাকচ করে দেন।

২০১৫ সালের জানুয়ারিতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগ এনে মামলাগুলো দায়ের করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।