ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

বগুড়ায় বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
 বগুড়ায় বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান উদ্বোধন বগুড়ায় বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান উদ্বোধন-ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ায় জেলা বিএনপির উদ্যোগে প্রাথমিক সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৩ জুলাই) দুপুর ১২টার শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি আলী আজগর তালুকদার হেনা, মঞ্জুরুল হক মঞ্জু, আব্দুর রহমান, উপদেষ্টা মো. শোকরানা, জানে আলম খোকা, মহিলা নেত্রী লাভলী রহমান, যুগ্ম সম্পাদক নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র, স্বেচ্ছাসবক দল নেতা শাহ মো. মেহেদী হাসান হিমু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
এমবিএইচ/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।