ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

‘দেশপ্রেমিক শক্তি বিএনপির পতাকাতলে সমবেত হচ্ছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুলাই ৪, ২০১৭
‘দেশপ্রেমিক শক্তি বিএনপির পতাকাতলে সমবেত হচ্ছে’ বিএনপির সভা

ময়মনসিংহ: দেশপ্রেমিক মানুষজন বিএনপির পতাকাতলে সমবেত হচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

বিএনপির সদস্য সংগ্রহ অভিযান সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০১৮ সালের মধ্যেই জনগণের বিজয় অর্জিত হবে। সবাই এখনই এই দলটির সঙ্গে সংযুক্ত হতে পারেন।

মঙ্গলবার (০৪ জুলাই) উপজেলার ধারা বাজারে স্থানীয় বিএনপি কার্যালয়ে জাতীয় যুব সংহতির হালুয়াঘাট উপজেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলামের নেতৃত্বে জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আরফান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত বদরুল কবির, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা মোতালেব আহমেদ, আলী আযম খান দিপু, সৈয়দ গুলজার আহমদ নাঈম প্রমুখ।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, যোগদানকারীরা ১০ টাকার বিনিময়ে বিএনপির সদস্যভুক্তির রসিদ কেটে বিএনপির প্রাথমিক সদস্য হন।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭ 
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।