ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

বিএনপি

মানহানি মামলায় মির্জা ফখরুলের বিচার শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
মানহানি মামলায় মির্জা ফখরুলের বিচার শুরু

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি ও আওয়ামী লীগকে খুনির দল’ সংক্রান্ত মানহানি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

রোববার (০৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নূরনবী মির্জা ফখরুলের বিরুদ্ধে এ চার্জ গঠন করেন।

এ সময় মির্জা ফখরুল আদালতে উপস্থিত ছিলেন।

তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। মামলায় সাক্ষীর জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।  

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

২০১৪ সালের ২৪ আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও আওয়ামী লীগকে খুনির দল মন্তব্য করেন।

এরপর ১ সেপ্টেম্বর আওয়ামী মৎস্যজীবী লীগের সহসভাপতি নূরে আলম সিদ্দিকি মির্জা ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুলাই ০৯, ২০৭১
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।