ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

খুলনা-৬ আসনের এমপি নুরুল হকের স্ত্রীর ইন্তেকাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
খুলনা-৬ আসনের এমপি নুরুল হকের স্ত্রীর ইন্তেকাল

খুলনা: খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছ) সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ নুরুল হকের স্ত্রী মোমেনা হক (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খুলনা জেলা ছাত্রলীগের দফতর সম্পাদক তসলিম হুসাইন তাজ বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি জানান, মরহুমার প্রথম জানাজা বাদ জুম্মা খুলনা মহানগরীর বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বাদ আছর পাইকগাছার পুরাইকাঠি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।