ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

বগুড়ায় বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
 বগুড়ায় বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহে সভা বগুড়ায় বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহে সভা

বগুড়া: বগুড়ায় জেলা বিএনপির উদ্যোগে প্রাথমিক সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন-সংগ্রামের জন্য সবাইকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের রাজপথে নামতে হবে। এ সরকারের পতন ঘটিয়ে দাবি আদায় করতে হবে। ’

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, উপদেষ্টা মো. শোকরানাসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।