ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

ফখরুল ইসলাম আলমগীর খুলনায় আসবেন বুধবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
ফখরুল ইসলাম আলমগীর খুলনায় আসবেন বুধবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর

খুলনা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুলনা যাচ্ছেন বুধবার (১৯ জুলাই)।

ওই দিন জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সকাল সাড়ে ১০টায় হোটেল টাইগার গার্ডেনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এতে প্রধান বক্তা থাকবেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু।

মঙ্গলবার (১৮ জুলাই) জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি জানান, দলের মহাসচিবের আগমনকে কেন্দ্র করে সব শ্রেণীর নেতাকর্মীরা উজ্জীবিত।    এক লাখ সদস্য সংগ্রহ ও নবায়নের টার্গেট নিয়ে মাঠে নামছে খুলনা জেলা বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের সদস্য সংগ্রহ অভিযানে জেলায় ৩৫ হাজার সদস্য হয়েছিলো। এবার তাদের লক্ষ্যমাত্রা এক লাখ সদস্য সংগ্রহ করা।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এমআরএম/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।