ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

খুলনা জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
খুলনা জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে খুলনায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু

খুলনা: খুলনা জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে মহানগরীর হোটেল টাইগার গার্ডেনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

জেলা বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান বক্তা রয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

বিশেষ অতিথি রয়েছেন কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুণ্ডু।

এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পেয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সময়:  ১১৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।