ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

২০ দলের মহাসচিব বৈঠক রোববার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
২০ দলের মহাসচিব বৈঠক রোববার

ঢাকা: ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক ডেকেছেন জোটের প্রধান সমন্বয়ক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার ( ২৩ জুলাই) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ বৈঠক হবে।
 
বুধবার (১৯ জুলাই) জোটের দুই শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান ও বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বাংলানিউজকে এ তথ্য জানান।


 
সংশ্লিষ্ট সূত্রমতে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ড. শফিকুর রহমান, এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আবদুল মতিন সাউদ, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ড. আহমেদ আবদুল কাদের, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাশেমী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ কল্যাণ পর্টির মহাসচিব এম. এম. আমিনুর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ভারপ্রাপ্ত মহাসচি মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল-মেহেদী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মওলানা আবদুল করিম, বাংলাদেশ পিপলস্ লীগের (পিএল) মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন, বাংলাদেশ ইসলামিক পার্টির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণি, ন্যাপ ভাসানীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আকন ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদকে টেলিফোন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়েছে।  
 
চলমান রাজনৈতিক পরিস্থিতি, ইসির রোডম্যাপ, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২০ দল সম্পর্কে আলোচনার জন্যই এ বৈঠক ডাকা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এজেড/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।