ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিএনপি

তারেকের পিএস অপুর মা’র ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
তারেকের পিএস অপুর মা’র ইন্তেকাল

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সচিব (পিএস) নুরুদ্দিন অপুর মা আমেনা বেগম মারা গেছেন।

শুক্রবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ডা. ফাওয়াজ হোসেন শুভ’র তত্ত্বাবধানে গত সাত দিন যাবত ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন আমেনা বেগম।

এ সাত দিন ছেলে নুরুদ্দিন অপু সার্বক্ষণিক মায়ের পাশে ছিলেন। বিএনপির নেতা-কর্মীরাও ছিলেন তারেক রহমানের পিএস’র মায়ের পাশে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ইউনাইটেড হাসপাতাল চত্বরেই আমেনা বেগনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার (২২ জুলাই) সকালে তার লাশ নিয়ে যাওয়া হবে নিজ ভিটা শরিয়তপুরে। সেখানে আরেক দফা জানাজা শেষে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।