ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

মধুপুরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
মধুপুরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন মধুপুরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি  উপজেলা শাখা নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেছে।

শনিবার (২২ জুলাই) বিকেলে মধুপুর উপজেলার দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের কেন্দ্র্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।

বিএনপি মধুপুর উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে ও আব্দুল লতিফ পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা রাখেন- বিএনপি নেতা মুক্তিযোদ্ধা এমএ সামাদ, সাইফ উদ্দিন মামুন, হুমায়ুন কবির তালুকদার, রতন হায়দার, পৌর বিএনপির সাধারণ খন্দকার মোতালেব হোসেন, যুবদল আহ্বায়ক এমএ মান্নান, ছাত্রদল আহ্বায়ক মোতালেব হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা শেষে নেতারা নিজেদের সদস্যপদ নবায়ন করে নেতাকর্মীদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহে আগামী এক মাস আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।