ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

খাগড়াছড়িতে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
খাগড়াছড়িতে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু খাগড়াছড়িতে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিএনপির সদস্য পদ পূরণ ও সদস্য পদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে জেলা শহরের বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসুচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, কংচাইরী মাস্টার, যুগ্ম-সম্পাদক ও রামগড় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইয়া, অনিমেষ চাকমা রিংকু, জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ বিএনপিও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা ।

কর্মসুচির প্রথম দিন বিভিন্ন সম্প্রদায়ের প্রায় শতাধিক লোকজন ফরম পূরণ করে বিএনপির নতুন সদস্য হিসেবে অর্ন্তভূক্ত হন এবং সদস্য পদ নবায়ন করেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।