ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

বৃহস্পতিবার যুবদলের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
বৃহস্পতিবার যুবদলের বিক্ষোভ

ঢাকা: যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার (২৭ জুলাই) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল।

মঙ্গলবার (২৫ জুলাই) যুবদলের নির্বাহী সদস্য গিয়াসউদ্দিন মামুন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, টাঙ্গাইলে একটি সংঘর্ষের ঘটনায় সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল।

কর্মসূচিতে সংগঠনের সব স্তরের নেতা-কর্মী-সমর্থকদের অংশ নেওয়ার জন্য যুবদলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এজেড/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।