ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

বরিশালে উত্তর জেলা বিএনপির সদস্য সংগ্রহ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
বরিশালে উত্তর জেলা বিএনপির সদস্য সংগ্রহ শুরু বরিশালে উত্তর জেলা বিএনপির সদস্য সংগ্রহ শুরু

বরিশাল: বরিশালে উত্তর জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন-২০১৭ কার্যক্রম অভিযানের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি সেলিমা রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন।

প্রধান বক্তা ছিলেন দলের যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।

উপস্থিত ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল (উত্তর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।

এর আগে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত একই স্থানে বরিশালে মহানগর বিএনপির
সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই ২৫, ২ ০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।