ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

বোচাগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্বে পিনাক ও সফিকুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
বোচাগঞ্জ উপজেলা বিএনপির নেতৃত্বে পিনাক ও সফিকুল

দিনাজপুর: দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলে পিনাক চৌধুরী সভাপতি, সফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ও হারেসুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত উপজেলার ৪৭৮ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান নির্বাচন কমিশনার মাহাবুব রব্বানীর নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের কমিটি ভোট কার্যক্রম পরিচালনা করেন।

উপজেলা শহরের নাহিদ চৌধুরীর চাতালে অনুষ্ঠিত কাউন্সিলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মিঠু, জেলা যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান মিয়া, সাবেক সংসদ সদস্য রোজিনা ইসলাম, যুগ্ম সম্পাদক মো. হাসানুজ্জামান প্রম‍ুখ।

এসময় কাউন্সিলে প্রধান অতিথি ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি গঠনের জন্য নবনির্বাচিতদের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।