ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

বিএনপির কেন্দ্রীয় নেতাদের সামনেই দু’পক্ষের হাতাহাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
বিএনপির কেন্দ্রীয় নেতাদের সামনেই দু’পক্ষের হাতাহাতি বিএনপির কেন্দ্রীয় নেতাদের সামনেই দু’পক্ষের হাতাহাতি

বরিশাল: বরিশালে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানের উদ্বোধনী আলোচনা সভায় কেন্দ্রীয় নেতাদের সামনেই দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে আলোচনা সভার মঞ্চের সামনেই এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শী ও ছাত্রদল নেতা-কর্মীরা জানান, উপস্থাপনা নিয়ে জেলা যুবদলের সাধরাণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিনের ওপর চটে যান বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম প্রিন্স।

এতে সেখানে হট্টগোল বেঁধে গিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ ঘটনার সয়ম মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এ বিষয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বক্তব্য রাখেন মির্জা ফকরুল।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চান বাংলানিউজকে বলেন, ‘হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি। অহিদুল উপস্থাপনা করতে চেয়েছিলো কিন্তু তার চেয়ে যোগ্য ব্যক্তিরা সে কাজ করছিলো। এ সময় তাকে সরিয়ে দেওয়া হয়েছে মাত্র। ‘

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।