ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

বিএনপির সাবেক এমপির ছেলে হত্যার ঘটনায় আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
বিএনপির সাবেক এমপির ছেলে হত্যার ঘটনায় আটক ১

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বিএনপির সাবেক এমপি মোখলেছুর রহমান জিতুর ছেলে হাবিবুর রহমান ফয়সালকে (৩০) হত্যার ঘটনায় নওশাদ (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৩০ জুলাই) রাতে তাকে আটক করা হয়। আটক নওশাদ ওই এলাকার হানিফার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পঙ্কজ দত্ত বাংলানিউজকে জানান, উপজেলার ভাদগাতি এলাকায় রোববার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা গুলি করে হাবিবুর রহমান ফয়সালকে হত্যা করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় হাবিবুর রহমান ফয়সালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাতেই নওশাদ নামে ওই যুবককে আটক করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
আরএস/এএটি/

গাজীপুরে বিএনপির সাবেক এমপির ছেলেকে গুলি করে হত্যা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।