ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

হিজলা উপজেলা শাখা বিএনপির কমিটি বিলুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
হিজলা উপজেলা শাখা বিএনপির কমিটি বিলুপ্ত

ব‌রিশাল: বিএনপির হিজলা উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে বিএনপির বরিশাল জেলা (উত্তর) শাখার সভাপতি মো. মেজবা উদ্দিন ফরহাদ মোবাইলফোনে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

কমিটি বিলুপ্তির বিষয়ে বিএনপির বরিশাল জেলা (উত্তর) শাখার দফতর সম্পাদক সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম রাজুর পক্ষ থেকে সংবাদমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

এ বিষয়ে নুরুল আলম রাজু বাংলানিউজকে জানান,  বরিশাল উত্তর জেলার বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ ও সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের নির্দেশে হিজলা উপজেলা শাখাকে শক্তিশালী, গতিশীল, আন্দোলনমুখী ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে কেন্দ্র ঘোষিত দল পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

অল্প সময়ের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

বাংলা‌দেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।