ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

ফেনীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
ফেনীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ শুরু বিএনপির নতুন সদস্য সংগ্রহ শুরু

ফেনী: ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (০৪ আগস্ট) বিকেলে ফেনী সদর উপজেলার ফলেস্বর এলাকায় অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন ভিপি।

এতে বিশেষ অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জালাল উদ্দিন মজুমদার, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ ও কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান বিপ্লব।

আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ড্যাব নেতা জালাল উদ্দিন মেনন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ বাহার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, বেলাল হোসেন ভিপি, নুর হোসেন সেলিম, হারুনুর রশিদ, ইসমাঈল হোসেন রতন, মোর্শেদ আলম মিলন, ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, জাকির হোসেন রিয়াদসহ দলীয় নেতারা।

অনুষ্ঠানে ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপির নেতাদের হাতে সদস্য ফরম তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।