ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

শিবগঞ্জে বিএনপির ৮ নেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
শিবগঞ্জে বিএনপির ৮ নেতা আটক

বগুড়া: নাশকতার চেষ্টার অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির আট নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন শিবগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল রাজ্জাক, সাবেক সভাপতি এবিএম কামাল সেলিম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মিঠু, কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি দোজা ফকির, যুগ্ম সাধারণ আবদুল আলীম ও থানা ছাত্রদলের সহ-সভাপতি শাহিনুর রহমান রবি।

শনিবার (৫ আগস্ট) দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান আটকের বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি বলেন, শুক্রবার (৪ আগস্ট) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত উপজেলা সদরের বানাইল ও কিচক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা নাশকতামূলক কর্মকাণ্ড করতে কিচক বন্দর এলাকায় গোপন বৈঠক করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু পুলিশি উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়।

পরে উপজেলা সদরের বানাইল ও কিচক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও যোগ করেন ওসি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।