ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

বরিশালে যুবদল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
বরিশালে যুবদল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ

বরিশাল: বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের কাউনিয়া প্রথম গলির আকন ভিলা নামে ওই বাড়িতে এ হামলা চালানো হয়।  

তবে হামলার সময় বিপ্লব বাড়িতে ছিলেন না।

তিনি মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন, ভাইয়ের অসুস্থতার কারণে ঢাকায় ছিলাম। সেখান থেকে লঞ্চে বরিশাল ফিরছি। এরইমধ্যে রাতে স্বজন ও স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, প্রায় দেড়শ’ মোটরসাইকেলযোগে হামলাকারীরা আমার বাড়ির সামনে আসে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে ঘরের দরজা ও জানালার গ্লাস ভাঙচুর করে।  

তবে হামলার নির্দিষ্ট কোন কারণ জানেন না বলে জানান বিপ্লব।

এ বিষয়ে কাউনিয়া থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। যতটুকু জানা গেছে, ৪-৫টি মোটরসাইকেল পারভেজ আকন বিপ্লবের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ৪-৫টি ইট-পাটকেল নিক্ষেপ করেছে। তবে কারা এ হামলা চালিয়েছে তা কেউ বলতে পারছে না। অবশ্য তাদের মধ্যে দলীয় অভ্যন্তরীণ কোন্দলও রয়েছে।  

লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়অ হবে বলেও জানান আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এমএস/এমএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।