ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

দিনাজপুরে ত্রাণ বিতরণ করলেন মির্জা ফখরুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
দিনাজপুরে ত্রাণ বিতরণ করলেন মির্জা ফখরুল দিনাজপুরে ত্রাণ বিতরণ করছেন মির্জা ফখরুল। ছবি: বাংলানিউজ

দিনাজপুর : দিনাজপুর শহরতলীর বাঙ্গীবেচা এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে জেলা বিএনপি এই ত্রাণ বিতরণ কর্মসূচি আয়োজন করে।    

এ সময় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির আহবায়ক এজেডএম রেজওয়ানুল হক, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান উজ্জল, আখতারুজ্জামান জুয়েল, খালেকুজ্জামান চৌধুরী বাবু, বখতিয়ার আহমেদ কচি, বোচাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি পিনাক চৌধুরী, বিএনপি নেতা মাহবুবুল হক হেলাল, যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, মোন্নাফ মুকুল, ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলন, সদস্য সচিব মোকছেদুল ইসলাম টুটুল, শহর মহিলা দলের আহবায়ক ও পৌর কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, মহিলা নেত্রী মুক্তা খাতুন প্রমুখ।

দিনাজপুরে ত্রাণ বিতরণ করছেন মির্জা ফখরুল।  ছবি: বাংলানিউজ

ত্রাণ বিতরণকালে ফখরুল বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল পার করছে। দেশের মানুষ এখনো তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বর্তমান সরকার দেশের মানুষকে কখনোই শান্তিতে রাখতে পারেনি। এই অনির্বাচিত সরকার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। কারণ তারা এখন জনগণের কাছ থেকে অনেক দূরে।  

এসময় তিনি বিএনপি ও এর ‍অঙ্গ-সংগঠনের সব নেতাকর্মীকে বন্যাদুর্গতদের সহায়তা করার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।