ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান খালেদার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান খালেদার খালেদা জিয়ার টুইটার বার্তা

ঢাকা: বন্যার্তদের সাহায্যে বিএনপির নেতাকর্মীসহ দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (১৬ আগস্ট) নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় সাবেক প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

সরকারকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেন, ‘বন্যার্তদের সাহায্যের জন্য দুর্নীতিবাজ সরকারের করুণার আশায় আমরা বসে থাকতে পারি না, আসুন বিএনপি’র নেতাকর্মীরাসহ সবাই এখনই এগিয়ে আসি।

সম্প্রতি এক বিবৃতিতে বিএনপি প্রধান বলেছিলেন, ‘বন্যা মোকাবেলায় সরকারের লিপ সার্ভিস ছাড়া বাস্তবে কোনো সার্ভিস নেই। ’

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।