ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

বিএনপি নেতাদের সঙ্গে ই‌ইউ রাষ্ট্রদূতের সাক্ষাত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
বিএনপি নেতাদের সঙ্গে ই‌ইউ রাষ্ট্রদূতের সাক্ষাত

ঢাকা: বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধিদলের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে সাক্ষাত করেছেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, কেন্দ্রীয় নেতা ড. আসাদুজ্জামান রিপন, শামা ওবায়েদ, ব্যারিস্টার রুমীন ফারহানা প্রমুখ উপস্থিত ছিলেন।  

সাক্ষাতের বিষয়বস্তু সম্পর্কে বিএনপি বা ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে এটি ইইউ রাষ্ট্রদূতের বাংলাদেশে দায়িত্ব পর্ব শেষের বিদায়ী সাক্ষাত বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।