ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, আরিফ জাহান

বগুড়া: নানা আয়োজনের মধ্যদিয়ে বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ে প্রথমে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা হয়। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে দেওয়া।

পরে স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি আব্দুর রহমান, উপদেষ্টা মো. শোকরানা, মহিলা দলের সভানেত্রী লাভলী রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান মো. জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন। এ কর্মসূচিতে দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।