ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের পাল্টাপাল্টি সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের পাল্টাপাল্টি সমাবেশ ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের একাংশের সমাবেশ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাল্টাপাল্টি সমাবেশ করেছে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর নতুন বাজারস্থ দলীয় কার্যালয় চত্বরে পৃথক পৃথক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীমের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের একাংশ।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

বিশেষ অতিথি ছিলেন-জেলা বিএনপির কোষাধ্যক্ষ রতন আকন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা আতাহার তালূকদার রিপন, আমিনুল ইসলাম আনিস, এমএইচ সেলিম, মনিরুজ্জামান মুক্তি, দীপু প্রমুখ।

পরে কোতোয়ালীর আহ্বায়ক ফরহাদ হোসেনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের একাংশের নেতা-কর্মীরা দলীয় কার্যালয় চত্বরে জড়ো হয়ে আরেকটি সমাবেশ করেন। এতে প্রধান অতিথি ছিলেন শহর বিএনপির সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি শামীম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল করিম রবি, শফিকুল ইসলাম, আজিম উদ্দিন আজীম, শরীফুল ইসলাম, আবুল কাশেম বাবু, সেলিম মিয়া, টিটু, মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।