ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

রংপুরে ত্রাণ বিতরণ কেন্দ্রীয় ছাত্রদলের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
রংপুরে ত্রাণ বিতরণ কেন্দ্রীয় ছাত্রদলের ত্রাণ বিতরণ করছেন ছাত্রদল নেতারা

ঢাকা: রংপুরে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

বুধবার (২৩ আগস্ট) বিএনপির ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসানের নেতৃত্বে এ ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু , জহির আলম নয়ন, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান সোহাগ, মাহফুজুর রহমান, গোলাম মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক রেদয়ান বাবু, আনোয়ার মামুন ভূঁইয়া, শাহীন আকন্দ, কাজী ইফতেখারুজ্জামান শিমুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলমা র্ভঁইয়া, পাঠাগার সম্পাদক মেহেদি হাসান, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান, সহ-তথ্য গবষেণা সম্পাদক মামুন খান, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-অর্থ সম্পাদক শামীম ইকবাল খান, সহ-গণসংযোগ সম্পাদক আমজাদ হােসেন চৌধুরী শাহাদাৎ।

এছাড়াও ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আমানুল্লাহ বিপুল, এরশাদ খান, হাসান খালিদ মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক সভাপতি নাহিদুল ইসলাম সোহাগ, রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সাধারণ সম্পাদক শরিফ নেওয়াজ জোহা, রংপুর মহানগর ছাত্রদলের সভাপতি হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জীম, কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতি আমিনুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল, সৈয়দপুর জেলা ছাত্রদল সভাপতি মো. রিজয়ান আখতার পাপ্পু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, নীলফামারী জেলা ছাত্রদল সভাপতি সালেকিন আহমেদ সজিব, সাধারণ সম্পাদক মারুফ পারভেস প্রিন্স, লালমনিরহাট জেলা ছাত্রদল সভাপতি মহিউদ্দিন আহমেদ লিমন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম লিমন, সাধারণ সম্পাদক ইমরান খান শ্রাবণ, রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, রংপুর পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী, কাউনিয়া উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রমুখ।
 
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।