ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

কমিটি পুনর্বহালের দাবিতে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
কমিটি পুনর্বহালের দাবিতে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন কমিটি পুনর্বহালের দাবিতে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আবুল হাসনাত সোহেলকে দলের পূর্ব দায়িত্ব ফিরিয়ে দিয়ে কমটির পুনর্বহাল রাখার আহ্বান জানান নেতারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মোরশেদ আলম, জহিরুল ইসলাম, জামাল হোসেন ও মহিন উদ্দিন প্রমুখ।

গত ১৯ আগস্ট (শনিবার) স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত হয়।

পরে পৌর কমটিরি যুগ্ম-আহ্বায়ক আবুল হাসনাত সোহেলকে বহিষ্কার এবং কমিটি বিলপ্তির ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।