ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিএনপি

‘না’গঞ্জ বিএনপিতে কোনো ঐক্য নাই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
‘না’গঞ্জ বিএনপিতে কোনো ঐক্য নাই’ নারায়ণগঞ্জ মহানগরের গোগনগর এলাকায় ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ বিএনপিতে কোনো ঐক্য নাই। সে ঐক্য গড়ে তুলতে হবে সাহসী ব্যক্তিদের নিয়ে।

শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরের গোগনগর এলাকায় ১৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বেচ্ছাসেবক দলের নেতা অ্যাডভোকেট নুরুল কাজী সোহাগ সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের আয়োজন করেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বিএনপিকে শক্ত ও দক্ষ সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। ঘরে বসে রাজনীতি নয়, পাড়া মহল্লা এলাকায় এসে রাজনীতি করতে হবে। কোনো একক নেতা নয়, শহীদ জিয়ার আদর্শে বিএনপি পরিচালনা করতে হবে। ’

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব বলেন, ‘নারায়ণগঞ্জ বিএনপির ঐক্য করবে কে? যিনি দলের সিনিয়র নেতা ও মুরুব্বী তাকে উদ্যোগ নিতে হবে। তা না হলে ভবিষ্যতে আপনাদের সম্মান করবে না তৃণমূলের নেতা-কর্মীরা। ’

সিনিয়র নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একজনের নেতৃত্ব প্রতিষ্ঠা করার চিন্তা নিয়ে রাজনীতি করার চেষ্টা বাদ দিন। আপনারা যদি ভবিষ্যতে এমপি-মন্ত্রী হন আমাদের কোনো লাভ নেই। আপনাদের চাকরি তৃণমূল করে না। এসব বাদ দিতে হবে। ’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার প্রধান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।