ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

‘ছাত্র-যুবকরা গুম-ক্রসফায়ার আতঙ্কে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
‘ছাত্র-যুবকরা গুম-ক্রসফায়ার আতঙ্কে’

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ছাত্র-যুবকরা এখন গুম ও ক্রসফায়ার আতঙ্কে রয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, স্কুল কলেজের শিক্ষার্থী, নারী ও শিশুসহ সমাজের ওপর চলছে আদিম যুগের সেই পৈশাচিক নির্যাতন।

তিন দিন আগে সিরাজগঞ্জের ল কলেজের ছাত্রী রুপাকে চলন্ত গাড়িতে যেভাবে পৈশাচিক নির্যাতন করে হত্যা করা হয়েছে তা গোটা জাতিকে স্তম্ভিত করেছে।

রুপা, তনু, রিশা, নার্গিসদের স্বজনদের কান্না আকাশ-বাতাস ভারী করে তুলেছে। মানবাধিকারের তথ্যমতে, প্রতিদিন গড়ে ১২জন নারী শিশু পৈশাচিক নির্যাতনের পর হত্যার শিকার হচ্ছে। এছাড়া দেশজুড়ে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, জবর দখল চলছে ’৭৪ স্টাইলে। দু:শাসনের বিদায় ছাড়া এই অনাচার থামবে না।

রুহুল কবির রিজভী আরও বলেন, ঈদের আগের দিন এবার বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় দলের নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন।

বাংলঅদেশ সময়: ০৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর: ১, ২০১৭
এসই/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।