ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

জয়নুল আবদীন ফারুকের আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৭
জয়নুল আবদীন ফারুকের আগাম জামিন

ঢাকা: ত্রাণ বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুকসহ নোয়াখালীর সেনবাগের বিএনপির ১৯ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (০৬ সেপ্টেম্বর) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি আমির হোসেনের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।    

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন।

সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব ও ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

পরে সানজিদ সিদ্দিকী জানান, নোয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে গত ২৯ আগস্ট বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পরের দিন ফারুকসহ ১৯ জনের বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা করেন আব্দুল্লাহ আল মামুন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।