শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, মায়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যা ও পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি মানববন্ধন করতে চাইলে পুলিশ এতে বাধা দেয়।
পরে ভাঙাব্রিজ এলাকায় কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ আবারও বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।
এ ঘটনায় খাগড়াছড়ি জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এ বিষয়ে জানাতে চাইলে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান বাংলানিউজকে জানান, অনুমতি না থাকায় পুলিশ মানববন্ধনে বাধা দিয়েছে। এতে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়ে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
জিপি/