ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

বুধবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
বুধবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে বিএনপি

ঢাকা: মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ দিতে বুধবার (১৩ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়া যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ডা. এজেড এম জাহিদ হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরের পর প্রতিনিধি দলের সদস্যরা আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন।

সেখান থেকে বুধবার সকালে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাবেন।

লন্ডনে অবস্থানরত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ত্রাণ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। এ ব্যাপারে সোমবার (১১ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠক হয়। ওই বৈঠকে প্রতিনিধি দল চূড়ান্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
এজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।