ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিএনপি

দিনাজপুরে বিএনপি নেতার মুক্তি দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
দিনাজপুরে বিএনপি নেতার মুক্তি দাবিতে সংবাদ সম্মেলন দিনাজপুরে বিএনপি নেতার মুক্তি দাবিতে সংবাদ সম্মেলন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য বখতিয়ার আহম্মেদ কচিকে গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তি দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির নেতা-কর্মীরা।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শহরের জেল রোডের জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতা-কর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেজওয়ানুল হক।

এজেডএম রেজওয়ানুল হক বলেন, বর্তমান সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে জগদ্দল পাথরের মতো চেপে বসেছেন। বর্তমানে দেশে একদলীয় শাসন চলছে। তারই অংশ হিসেবে গত ২৬ অক্টোবর দিনাজপুর কোতয়ালী থানার ১১৯ নম্বর মামলার এজাহারে আসামি হিসেবে নাম না থাকা সত্ত্বেও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহম্মেদ কচিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। তাই ব্যর্থতা ঢাকতেই সরকার দিনাজপুরসহ সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা দায়ের ও গ্রেফতার চলাচ্ছে।

বিএনপি নেতা বখতিয়ার আহম্মেদ কচির মিথ্যা মামলা প্রত্যাহার ও শর্ত মুক্তির দাবি জানিয়ে রেজওয়ানুল হক বলেন, বিএনপি চায় প্রকৃত দোষীদের বিচার হোক। কিন্তু কোনো অভিযোগ ছাড়াই কাউকে মিথ্যা মামলায় গ্রেফতার অযৌক্তিক। সঠিক তদন্ত ছাড়া বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার না করার আহ্বান জানান তিনি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান মিন্টু, রেজিনা ইসলাম, আকতারুজ্জামান মিয়া, খালেকুজ্জামান বাবু, মাহবুব আহম্মেদ, মো. মোকাররম হোসেন, আকতারুজ্জামান জুয়েল, জাহাঙ্গীর আলম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোন্নাফ মুকুল, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মকসেদুল ইসলাম টুটুল প্রমুখ।

অন্যদিকে বুধবার দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মন্দিরের মূর্তি ভাঙ্গার মামলায় বিএনপি নেতার রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক বিশ্বনাথ মন্ডল রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।

এরআগে আসামি পক্ষের আইনজীবী আদালতে কচির জামিন আবেদন করে। আদালত জামিন আবেদন শুনানির জন্য বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পরবর্তী দিন ধার্য করেছেন।

গত সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বখতিয়ার আহম্মেদ কচিকে পুলিশ গ্রেফতার করে। পরে কোতয়ালী থানার প্রতিমা ভাংচুরের একটি মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।